লেগেছে তোমায় অনেক ভালো,
ভালবাসি তোমায়!-কিভাবে বলিব,বলো?
আমার আঁখি দুটি প্রতিনিয়ত থাকে তোমার মুখপানে,
তোমায় পাবো কিনা তা ঐ আল্লাহ্ জানে।
ঐ আল্লাহ্ যে করেছে তোমায় এত সুন্দরী,
তাইতো তোমার রুপেতে আজিকে আমি মরি।।
তোমারও দেখা পেলে জান্নাতের সুগন্ধি মেলে,
মম হৃদয়ে শুধু ভালবাসার সুখ খেলে।
সখি আমার হৃদয়ে যতন করিয়া রাখিব তোমায়,
একবার বলো তুমি ভালবাসো আমায়।।
তোমার ঐ আঁখি দেখিয়া আমার আঁখি,
ভালোবেসে ফেলেছি, দিওনা আমায় ফাকি।
সঙ্গী করে নাও আমায় ক্ষিপ্র,
তোমায় আমি চাই শীঘ্র।।
আমার ভালবাসা নাও তুমি টানিয়া,
না হয় আমি ছাড়িবো যে দুনিয়া।
হে তুমি যে আমার প্রেয়সি,
একবার বলো- ভালবাসি।।