আমি কবি হই তোমায় কাছে পেলে,
আমি কবি হই তোমার মধুর ঐ সূরে
আমি কবি হই তোমার হাত দুটি ছুলে।
আমি কবি হই তোমায় দেখে এই দুনিয়া ভুলে।।
আমি কবি হই তোমাকে পাওয়ার আশায়,
আমি কবি হই তোমার ভালোবাসায়।।
বনলতাকে দেখে যেমন কবি হয়েছেন জীবনানন্দ দাস,
আমি ঠিক কবি হই তোমার ভালোবাসার করে চাষ।।
আমি কবি হই তোমার ঐ কেশে,
আমি কবি হই তোমায় দেখে দারুণ বেশে।
আমি কবি হই তোমার সুন্দর ঐ আঁখি দেখলে,
আমি কবি হই তোমার ললাটে টিপ পরলে।।
আমি কি প্রকৃতির কবি?
আমি কি দ্রোহের কবি??
নাহ,আমি যে তোমার ভালোবাসার কবি।
আমি তোমার কবি।
কেননা আমি কবি হই তোমার আশায়,
আমি কবি হই তোমার ভালোবাসায়।।