কিভাবে ভুলি সখি তোরে?
তুই একটু বলিসনারে মোরে।
তুই যে বেধেছো মোরে এক ভালবাসার ডোরে।
আকাশ ভুলি,পাতাল ভুলি,ভুলি ওরে সব,
কিভাবে ভুলি সখি তোরই কলরব?
ভুলি মোর নিজ আত্মা,ভুলি ওরে হিয়া,
কিভাবে ভুলি তোরে বলিসনারে প্রিয়া?
কিভাবে ভুলি সখি তোরে,
তুই সখি ভুলিসনারে মোরে।
কান্দেরে চোঁখ,কান্দেরে মন,কান্দেরে মোর প্রান,
কিভাবে ভুলি সখি তোর সেই জান্নাতি ঐ ঘ্রান?
ভুলবো আমি জগৎ সংসার,ভুলবো আমি দুনিয়ারে,
তুই সখি ভুলিসনারে মোরে।
হৃদয় মাঝে তোর করুন সুর বাজে ওরে সখি,
উড়াল দিসনা তুই ওরে আমার পরান পাখি।
দিলের মধ্যে আছো তুই,আছে ওরে আশা,
ভাঙ্গিসনারে সখি তুই মোর ভালোবাসা।
কিভাবে ভুলি সখি তোরে?
তুই সখি ভুলিসনারে মোরে।।
রচনাকালঃ- ০১/০৯/২০১৭
সময়ঃ-৩.৫৫ মিনিট
সাভার,ঢাকা।