কৃপণ আমি কী দিলাম তোমায় বসুধা?
করিলাম যা, হলো তা সব বৃথা।
সুকান্ত, রবী, নজরুল তোমায় দিয়েছে অনেক,
আমার হৃদয়ে বুঝি মারা আছে পেরেক।।

স্বার্থপর আমি কী দিলাম তোমায়?
পারিনি দিতে কিছু, বরং রেখেছি অবহেলায়।
তোমায় আর কী দিব বসুধা আমার শেষ বেলায়?
তবুও আশার আলো ভেসে বেড়ায় নতুন ভেলায়।।

বসুধা আমি যথেষ্ট ধৈর্য্য ধরেছি,
আরো ধৈর্য্য ধরতে চাই।
তবুও আমি তোমায় কিছু একটা দিয়ে যেতে চাই।
দীর্ঘ একুশ বছরে পারিলাম না দিতে কিছু,
তাইতো আমাকে আমার কাছে লাগে বড় নিঁচু।।

তোমায় অনেক কিছু দেওয়ার আছে আমার আশা,
বসুধা তুমিই আমার সর্বশ্রেষ্ঠ ভালবাসা।
যদি বসুধা কিছু না দিতে পারি তোমায় আমি,
তাহলে ক্ষমীয় বসুধা আমায় তুমি।।

//রচনাকালঃ-
০১/১২/২০১৪ ইং
সময়ঃ- ১২.৩৩(রাত)
সাভার, ঢাকা।।