চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই,
আমরা সবাই আপন, আমরা ভাই ভাই।
দলে দলে দাড়িয়ে মহান আল্লাহর গুনগান গাই,
চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই।।
জুম্মা মোবারক এক মহা পবিত্র দিন,
চলো সবাই নামাজ পড়তে যাই, রইনা আর হীন।
চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই।
বারে বারে বলি সবাই আল্লাহু আকবার,
আল্লাহ মোদের ভরসা, নেইকো কোনো ডর।
চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই।।
পবিত্র সূরা পড়, কেরাত পড়, রুকু দাও, সিজদা দাও,
দোয়া পড়,তাশাহদুদ পড়, সালাম ফিরাও।
চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই।।
আল্লাহকে স্মরণ করো,
সবাই এখন মোনাজাত ধরো।
চাওয়া পাওয়া যা আছে সবকিছু তুমি চাও,
মোনাজাত শেষে সবাই বাড়ি চলে যাও।
চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই।।