সালাম সালাম সালাম ঈদ-ই মিলাদুন্নবী,
এই দিনে যার আগমন ঘটেছিল তিনিই বিশ্বনবী।
১২ই রবিউল আউয়ালের পবিত্র দিনে,
সারা দুনিয়া শ্রেষ্ঠ এই মহামানবকে চিনে।।
মা আমেনার কোলে শ্রেষ্ঠ মানব আসিল,
তাকে দেখে দুনিয়ার সকল পাপ ধ্বংস হয়ে গেল।
সালাম সালাম সালাম ঈদ-ই মিলাদুন্নবী,
নবী ছিলেন অসহায় মানুষের সবই।।
নবীর আগমনে দুনিয়া হতে ধ্বংস হল সব নিষ্ঠুরতা,
দুনিয়ার মানুষ খুঁজে পেল ভালবাসা আর মানবতা।
মহানবীর আগমন পৃথিবীতে আশির্বাদস্বরুপ,
অত্যাচারী কাফিররা নবীর ভয়তে হয়ে গেল চুপ।।
সালাম সালাম সালাম ঈদ-ই মিলাদুন্নবী,
নবী মোদের আশা, নবী মোদের সবই।
নবীর ভালোবাসায় টিকে আছে এই পৃথিবী,
নবীতো জিন্দা; পৃথিবীর কাছে এটাই দাবী।
সালাম সালাম সালাম ঈদ-ই মিলাদুন্নবী,
তুমি মোদের ভালবাসা, তুমি মোদের সবই।।