দুনিয়া একটা তাসের ঘর,
মানুষ গুলা সব স্বার্থপর।
ও মোন দুনিয়া একটা তাসের ঘর
তাসের ঘররেএএ...

তাসের ঘরে তাসের খেলা,
তাস নিয়ে কাটে সারাবেলা।
ধ্বংস হবে বংশ লীলা,
ভবে তাসের ঘরে তো সব তাসের খেলা।
খেলারেএএ...

গাজী কয় মাঝিরে তুই করিসনারে হেলা,
ধ্বংস হয়ে যাবিরে তুই বন্ধ হবে খেলা।
তাস দিয়ে ঘেরা জীবন, খেলা চলে বারোমাস,
খেলতে খেলতে জীবনের হয়রে মোন সর্বনাশ।
ওরে ভবে সর্বনাশ, সর্বনাশরেএএ...

ও মোন দুনিয়া একটা তাসের ঘর,
তাসের উপর তাসের ভর।
ওরে গাজী কয় মাঝিরে তুই করিসনারে ফেলা,
মোনরে দুনিয়া একটা তাসের ঘরের খেলা।।
খেলারেএএ.....

হরতন বলো আর রুইতন বলো ছুটে যাবে সব কল,
রাজা বলো আর রাণী বলো ভবে ধ্বংস  হবে সব বল।
ধ্বংস হবে সব বল
ও মোন বলরেএএ...

মোনোরে....
রাজা হোকনা,রাণী হোক,হোকনারে সে গোলাম,
দিন ফুরাইলে সবাই গোলাম, ভবে হইবে নাতো কাম..
মোনোরে জীবন গড়ে জীবন ভর,
ভবে দুনিয়া একটা তাসের ঘর
তাসের ঘররেএএ....

//রচনাকালঃ-
৩১/১২/২০২০ইং
সময়ঃ- ২.৩৮(দুপুর),
মোরেলগঞ্জ, বাগেরহাট।।