(দাদা)
ওরে মোর আদুরে ছোট বোন,
তুই যে মোর জীবন।
তুই বীনে একটি দিন মোর তো ওরে যায়না,
আপু নতুন করে ধরতো তুই কোনো এক বায়না।।
(বোন)
দাদারে দাদা ও আমার দাদা,
তুই যে বড় গাধা।
তুই যে মোর বাবার সমান,
পাতাল নয়রে, তুই যে আসমান।।
(দাদা)
প্রাণের চেয়ে তোরে আমি অনেক ভালবাসি,
ভালো লাগে আপু তোর জান্নাতি হাসি।
বড় হয়ে চলে যাবি পরের ও ঘরে,
তাইতো মোর নয়ন থেকে কষ্টের অনল ঝরে।।
(বোন)
দাদা তুই আমারে একটা মিষ্টি বৌদি আইনাদে,
গল্প করবো আমি তোদের সনেরে।
পরের ঘরে কেনো যাবো ওরে দাদা মুই?
আমার সনে সদা থাকবে বেীদি আর তুই।।