মম হৃদয়পটে যতন করে রেখেছি যে তোরে,
তুই বন্ধু বুজলিনারে মোরে।
জীবনটারে জিন্দালাশ করেছি শুধু তোরই জন্যরে,
তুই বন্ধু চিনলিনারে মোরে।।(২)

পুষ্পকাননে,হৃদয়গগনে বুনেছি যে তোরে,
তুই বন্ধুয়া ভুলে গেলি মোরে।
দিনকে রাত করেছি,রাতকে করেছি দিন,
হায় পাষাণী তুই হয়ে গেলি বিলীন।।(২)

আমারও হৃদয়ে তুই পাথর বসায়ে চলে গেলি দূরে,
এখন কেবলই কান্নার আওয়াজ বাজে মোর সূরে।
ওহ আমারও কোমল হৃদয় পাষাণী তুই করেছো যে পাথর,
হায় আমি যে এখন এক চির যাযাবর।।(২)

বুজলিনারে আমারে তুই,চিনলিনারে আমায়,
তোরে আর এ জীবনে ভোলা কি আর যায়?
ওরে তুই আমারে পুড়িয়ে যদি শান্তি পাও এপারে,
কসম দিয়ে বললাম ওরে যাইবো আমি ওপারে।।
হায়রে নিঠুর বন্ধুরে
         তুই বুজলিনারে মোরে।।(২)


//রচনাকাল-
১৭/০১/২০১৮
১২.২২(রাত)
মোরেলগঞ্জ, বাগেরহাট।।