আত্মায় আত্মায় মনে মনে,
ক্ষণে ক্ষণে পলে পলে,
বন্ধু শুধু তোরই নাম বলে।
ছোটকালের খেলার সাথী,
আধার ঘরের আলোর বাত্বি।
মনে পরে দিবা রাতি,
বন্ধু তুই আমার সাথী বড় সাথী।।
তালে তালে ছন্দে ছন্দে একি সাথে চলা,
বন্ধু তোর বলাই আমারই বলা।
খেলার সঙ্গী, খাওয়ার সঙ্গী,
চলার সঙ্গী, নাওয়ার সঙ্গী,
বন্ধু তোরই ভঙ্গী আমার ভঙ্গী।।
মাঝে মাঝে রাগারাগি,
কিছুসময় ভাগাভাগি।
একটু পরে আবার মিল,
আরে বন্ধু মানে আনন্দ অনাবিল।
ওরে বন্ধু মানে কলিজা,
বন্ধুত্ব মৃত্যু অবধি থাকে তরতাজা।।
//রচনাকালঃ-
০১/০৮/২০১৫ ইং
সময়ঃ- ১১.২৮(রাত)
মোড়েলগঞ্জ, বাগেরহাট।।