হলো বাংলা নতুন বছরের সূচনা,
বৈশাখের ভালবাসায় মুছে গেলো সব বেদনা।
বৈশাখ মানে উল্লাশ, বৈশাখ মানে আনন্দ,
বৈশাখ মানে কবির মুখে নতুন নতুন ছন্দ।।
বৈশাখ মানে হালখাতা, বৈশাখ মানে মেলা,
বৈশাখ মানে গ্রাম-গঞ্জে মাতোয়ারা সব খেলা।
বৈশাখ মানে পান্তা আর ইলিশ,
বৈমাখ মানে প্র্রেয়সীর কানে গোপনে ফিসফিস।।
বৈশাখেতে প্রেমের দোলা দেয় মনে,
বৈশাখেতে প্রেয়সীর কথা মনে পরে প্রতিটি ক্ষণে।
বৈশাখ হচ্ছে নতুন বছরের নতুন মাস,
বৈশাখেতে হৃদয়ে শুধু ভালবাসার সুন্দর বসবাস।
বৈশাখ বাঙ্গালীর ঐতিহ্য,বৈশাখ বাঙ্গালীর আশির্বাদ,
বৈশাখেতে শুধু ভালবাসা, নেই কোনো বিবাদ।।