স্বাগতম তোমায় হে বিশ্ব ভালবাসা দিবস,
তোমার অমর ভালবাসা যে হবে নাকো হ্রাস।
অফুরান্ত ভালবাসা এসে,
সবাই যাবো মোরা একসাথে মিশে।।
পৃথিবীর বুকে ভালবাসা বেড়ে চলছে ক্ষয়শিল,
আজিকে কত আনন্দ আর উচ্ছ্বাস অনাবিল।।
প্রেমিক-প্রেমিকার সাথে হয়ে যাক মিল,
সবাই ভালবাসার বন্ধনে হয়ে যাই ক্ষমাশীল।।
ভালবাসার আনন্দে,
আজিকে সবাই ওঠো মেতে।
আমরা সবাই সবাইকে ভালবেসে এক হই,
ভালবাসার বন্ধনে সবাই এক রই।
মা-বাবা ও ভাই-বোনের ভালবাসা,
সেযে কতো প্রেরণা, সেযে কতো আশা।।
সকল নিষ্ঠুরতা ভেঙ্গে ভালবাসায় ভরে যাক পৃথিবী,
বিশ্ব ভালবাসার নিকট এটাই আমার দাবি।
স্বাগতম তোমায় হে বিশ্ব ভালবাসা দিবস,
তোমার অমর ভালবাসা হবে নাকো হ্রাস।।