দাও দাও মোরে বিদায় দাও হে মায়ারও তরী,
যেতে হবে মোর, ডেকেছে যে সে, হস্ত দাও ছাড়ি।
ভালোবাসা দিয়েছো মোরে, পারিনি আমি অধম দিতে কিছু,
দাও হে লহরী বিদায় দাও; নিও নাকো মোর পিছু।।

যেতে যখন হবে হায়,
             তবে যেতে দাওগো আমায়।
অন্তরে জমেছে স্নেহের পরশও সূধা,
বিদায় দাও হে লহরী টানিছে মোরে বিদায়ের ক্ষুধা।।

বিদায়ের সময় সুখতো নয়, অন্তরে বয় হাহাকার,
বিদায় দাও হে লহরী মোরে, বুঝি ফিরবো নাকো আর!
এমনই সম্মান, স্নেহ, ভালোবাসা উজাড় করে দিলে মোরে,
বিদায় দাও লহরী মোরে, উৎসর্গ করলাম তোমা তরে।।

জীবন তো একটাই তাই ধরণীর বুকে আসা একবার,
আমি কবি কাপুরুষ নই, তাই ফিরবো নাকো বারংবার।
শূন্য জীবনে পূন্য নাহি, বিদায় দাও তুমি মোরে,
অন্তরে মোর করুণ আর্তনাদ, বিদায়ের দহন ঝরে।।

//রচনাকালঃ-
১২.৪৪(রাত)
২০/১১/২০২০ ইং
গাজীপুর, ঢাকা।।