সালাম তোমায় হে অমর একুশে ফ্রেব্রুয়ারি,
তুমিই বাংলার মুক্তি, তুমিই ভাষার তরবারি।
সালাম, জব্বার, রফিক, সফিক, বরকত,
তোমরাই অমর বাংলা ভাষার কুদরত।।
ভাষার জন্য প্রাণ দেওয়া এক বিরল দৃষ্টান্ত,
তোমরাই প্রাণ দিয়ে বাংলাকে করেছো প্রাণবন্ত।
চিরকাল টিকে থাকবে তোমাদের অর্জিত ভাষা,
তোমরাই অমর, তোমরাই বাংলা ভাষার আশা।।
সালাম তোমায় হে অমর একুশে ফ্রেব্রুয়ারি,
প্রতি বছরে পরেতে পরেতে তোমায় স্মরণ করি।
তোমাদের বাঁচাতে দরকার হলে দেব মোরা প্রাণ,
বাংলায় টিকে থাকবে তোমাদের রক্তেরই ঘ্রাণ।।
আজ বাংলা ভাষা তোমাদের রক্তে লাল,
বাংলা তুমি চেয়ে দেখো পদ্মার তরীর ঐ পাল।
তোমরা সহ ভাষার জন্য প্রাণ দিয়েছে অনেকে,
আজতো সবার জন্য বাসনা টানে মোদের বিবেকে।
দরকার হলে ভাষার জন্য শত্রুদের মারবো তরবারি,
তাইতো তুমি অমর হে মহান একুশে ফ্রেব্রুয়ারি।।