আমি এমন একটি পৃথিবী চাই-
যেখানে থাকবেনা কোনো মারামারি, থাকবেনা কোনো হানাহানি.
যেখানে থাকবেনা কোনো বিশৃঙ্খল, থাকবেনা কোনো খুনাখুনী।
যেখানে থাকবে শুধু অনাবিল আনন্দ ও শান্তি,
যেখানে থাকবেনা কোনো ভয়, থাকবেনা কোনো ক্লান্তি।।
আমি এমন একটি পৃথিবী চাই-
যেখানে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা হবে অন্য কিছু নয়।
যেখানে থাকবেনা কোনো ভিতী, থাকবেনা কোনো ভয়।
যেখানে থাকবে শুধু প্রেম-প্রিতী আর ভালোবাসা।
যেখানে থাকবে নতুন নতুন উদ্যম আর নতুন নতুন আশা।।
আমি এমন একটি পৃথিবী চাই-
যেখানে থাকবেনা কোনো অন্যায়, থাকবেনা কোনো অশ্লীল দৃষ্টিভঙ্গি।
যেখানে থাকবেনা কোনো সন্ত্রাস, থাকবেনা কোনো জঙ্গি।
যেখানে থাকবে শুধু স্বর্গের মতো শান্তি, স্বর্গের মতো স্বাদ।
যেখানে থাকবেনা কোনো হতাশা, থাকবেনা কোনো বিস্বাদ।।
আমি এমন একটি পৃথিবী চাই-
যেখানে থাকবেনা কোনো বেহায়াপনা, থাকবেনা কোনো ধর্ষণ।
যেখানে থাকবেনা কোনো হানাহানি, থাকবেনা কোনো নির্যাতন।
যেখানে থাকবে শুধু মানুষের প্রতি মানুষের ভালোবাসা আর টান।
যেখানে থাকবে শুধু আরাম আর স্বর্গীয় ঘ্রান।।
এমন একটি সুন্দর পৃথিবী চায় মোর বিবেকে,
কিন্তু প্রশ্ন সেই বিবেকের কাছে এমন সুন্দর পৃথিবী দিবে কে?
আমি এমন একটি পৃথিবী চাই,
যেখানে সবাই থাকবে আপন, সবাই ভাই ভাই ।।