আমি মানিনা কোন প্রভাব, মানিনা কোন টাকার জোর,
অন্যায় করলে এ্যকশন নেব যদিও ওরা কেড়ে নেয় প্রান মোর।
আমি কোন পদপদবি বন্ধুত্ব সম্পর্ক মানিনা,
অন্যায় করলে তারা যে কে তা আমি জানিনা।।
আমি মানিনা কোন কর্মকর্তা, মানিনা কোন গুরু,
অন্যায় দেখলেই কেবল সেখানেই হবে মোর প্রতিবাদ শুরু।
কে মাতাপিতা কে ভাইবোন তা আমি জানিনা,
অন্যায় করলে এদের কেউকেই যে আমি মানিনা।।
আমি জানিনা কে মোর সহধর্মিনী, কে মোর সন্তান
অন্যায় করলে কেড়ে নেব যে আমি ওদেরই প্রাণ!
যদি অন্যায় করে মোর মাতাপিতা ভুল কিছু কহে,
তবে আমি যে তাদের সন্তান নহে।।
হোক বিশাল কোটিপতি, হোক মস্তবড় বাবা,
অন্যায় করলে আমি এদের কেউকেই মানিনা, দিব যে এক আইনেরই থাবা।
আমি যদি স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে করি কোন অপরাধ,
তাহলে আমি নিজেই আমার জীবনে ঢুকিয়ে দেব আইনেরই হাত।।
আমাকে অপরাধী হিসেবে যদি দিতে পারে কেউ প্রমাণ,
তাহলে আমি আমার নিজের জীবন করিবো যে কোরবান!
সত্য কথা বললে যদি কেউ বন্ধ করে দেয় মোর খাদ্য খাবার ভাত,
তবুও আমি চিরকাল করে যাবো অন্যায়ের প্রতিবাদ।।
অন্যায়কারী যদি হয় মোর জীবনের সবচেয়ে আপন,
তাহলে আমি তাকে মানিনা,হবে যে তার দাফন।।