আমি হারিয়ে যাবো, চলে যাবো দূরে,
আমার এই কন্ঠ আর বাজিবেনা একই সুরে।
আমি আর আসিবোনা ফিরে, তোমাদেরই ভীড়ে,
আমায় তোমরা আর খুঁজে পাবেনা সেই চিরচেনা নীড়ে।।

অন্যায়ের বিরুদ্ধে আমি আর বলিবোনা কোনো কথা,
আমি যে দিতে চাইনা কাহারে ও কোনো ব্যথা।
তোমরা সবাই ভুলে যেও আমায়,
আমার বিয়োগে তোমরা করিওনা হায়হায়।।

কেবল নিষ্ঠুর যারা, আছে তারা, তাদের হবে কিছু উপায়,
তোমরা আদর্শবানেরা হয়োনা নিরুপায়।
দোর খুলে, ফের হয়ে পাবেনাকো আমায় খুঁজে,
আমি যে হারিয়ে গেছি, নিওগো তা তোমরা  বুঝে।।

তবুও ইনশাআল্লাহ আমি চিরকাল থাকবো তোমাদেরই মাঝে।।
হয়তো তোমরা আমায় খুঁজে পাবে এক অন্যরকম সাজে।।

পঁচে গলে নিঃশেষ হয়ে ধ্বংস হবে আমারই কঙ্কাল,
তবুও আমি এই ধরণীর বুকে থাকবো চিরকাল।
আমার দেহত্যাগ মৃত্যু নয়,
কীর্তি হচ্ছে অমরত্বের পরিচয়।।

//রচনাকালঃ-
০৯/১১/২০১৪ ইং
সময়ঃ- ২.২৭(রাত),
ধামরাই, ঢাকা।।