ওহ জনম হয়ে নিঃস্ব হয়ে নিঠুর এই ধরায় হলো ঠাই,
হায় আমারতো কেউ নাই, আমারতো কেউ নাই।
কারো আছে সহধর্মীনি, কারো আছে প্রিয়া,
আমারতো কেউ নাই, পাষাণী গেছেতো ছিরিয়া।।
কারো দিলে বাজে বাঁশি, কারো হাতে হাত,
দিল আছে, হাত আছে, নেই শুধু প্রভাত।
পর ভেবে মোরে সবাই দিয়েছেগো তাড়িয়ে, কোথাও হয়নি ঠাই,
হায় আমারতো কেউ নাই, আমারতো কেউ নাই।।
কারো প্রিয়া ভালোবাসে, কারো প্রিয়া মিষ্টি হাঁসে,
শতবছর হেটেছি আমি, কেউতো আসেনি আমার পাশে।
কৃষ্ণের ছিলো রাধা, জীবানন্দের বনলতা,
আমারতো কেউ নাই, শুধু আছে ব্যথা।।
সিক্ত হয়ে রিক্ত হয়েছি, কেঁদেছি হাজারবার,
আমারতো কেউ নাই, সবাই স্বার্থপর।
কারো প্রেয়সীর হাতে বালা, কারো কানে দুল,
আমারতো কেউ নাই, জনমই আমার ভুল।।
//রচনাকালঃ-
০৮/১২/২০১৭ ইং
৪.৩৩(গোধুলী)
মোরেলগঞ্জ, বাগেরহাট।।