জীবনে জং পরেছে, শুধুই যে যাতনা,
আমার যে কিছুই ভাল্লাগে না।
এ জীবনে কোনো রং নেই, শুধুই যাতনা,
আমার যে কিছুই ভাল্লাগে না।।

চৈত্রের রৌদ্র দেখেছি, দেখেছি শ্রাবণের বৃষ্টি,
শতশত সংস্কৃতি দেখেছি, দেখেছি কতনা কৃষ্টি
সবকিছুই দেখেছি আমি কতনা,
কিন্তু আমার যে কিছুই ভাল্লাগে না।

ফাগুনের প্রেম দেখেছি, দেখেছি আমি বাসন্তী,
হাজারো দ্বীপ দেখেছি, দেখেছি বহু জয়ন্তী।
সব কিছুই যাতনা শুধু যাতনা,
আমার যে কিছুই ভাল্লাগে না।।

প্রেয়সীর কেশ দেখেছি, ছুয়েছি বারেবার,
জয় হয়েছে, ক্ষয় হয়েছে, হয়েছে যে হার,
কেউ হয়েছে কাটা মোর, কেউ হয়েছে গলার হার।
কিন্তু সবকিছুই যাতনা,
আমার যে কিছুই ভাল্লাগে না।।

আমি বহু রং দেখেছি, দেখেছি বহু ঢং,
এ সবকিছুই যাতনা যে কতনা,
আমার যে কিছুই ভাল্লাগে না।।

আমি যে কি চাই তা আমি জানিনা,
আমার চাওয়াটাই আমি বুঝিনা,
তাইতো সবকিছুই যাতনা,
আমার যে কিছুই ভাল্লাগে না।।

//রচনাকালঃ-
৮ আগষ্ট ২০২৩ ইং
সময়ঃ- ৮.৫৫(রাত),
ঢাকা, বাংলাদেশ।।