একটি চিঠি দাওনা প্রিয়া একটি চিঠি দাওনা,
তোমার কাছে একটি চিঠি যে আমার হাজার যুগের পাওনা।
তোমার চিঠির পেয়ে গন্ধ,
হবো আমি অন্ধ।
মোবাইল, ফেসবুক, টুইটার নয়,
তোমার চিঠিতে হবে যে মোদের ভালবাসার জয়।।
দাওনা প্রিয়া দাওনা, একটি চিঠি আমায় দাওনা,
তোমার কাছে একটি চিঠি যে আমার হাজার যুগের পাওনা।
খাম খুলে নাম দেখে পাগল হব আমি,
হে প্রিয়া তোমার চিঠি যে কত দামী।।
চিঠিতে তোমার হাতের লেখা,
আমার যে হবে হাজার বারের চেয়েও দেখা।
চিঠির মধ্যে ভেসে উঠবে তোমারই মুখ,
আহ্ কি দারুন, কি অপরুপ!
দাওনা প্রিয়া দাওনা, একটি চিঠি আমায় দাওনা,
তোমার কাছে একটি চিঠি যে আমার হাজার যুগের পাওনা।।