যাহা কিছু লিখি তাহা সব আবোল তাবোল,
লেখায় নেই কোনো বল, নেই কোনো বোল।
আবোল তাবোল হে আবোল তাবোল।
লেখায় নেই কোনো ছন্দ, নেই কোনো গন্ধ,
ভেবেছি লেখালেখি করে দেব বন্ধ।।
আমার লেখায় বাজেনা তো কোনো ঢোল,
আবোল তাবোল হে আবোল তাবোল।
ভুল দিয়ে শুরু হয়ে শেষ হয় ভুলে,
ভেবেছি লেখাগুলো চড়াবো আমি শূলে।
আবোল তাবোল হে আবোল তাবোল।।
লেখাগুলো একেবারে হয়ে যায় বাজে,
কখনও আমার লেখাগুলো লাগেনা কোনো কাজে।
আমার লেখায় হবেনা কিছু, হবেনাতো গোল,
সবকিছু আবোল তাবোল,হে সবকিছু আবোল তাবোল।
আমার মাথায় বুঝি আছে গণ্ডগোল,
যা কিছু লিখি সব আবোল তাবোল।।