তিস্তার স্রোতের বুকে সকাল কিংবা বিকেলে,
প্রবাহিত হয় সে কতকিছু।
ফুটে উঠে ফেনা,
ক্ষণের সৌন্দর্যে মাতায় মন।
প্রবাহের মেলা, ঝর্নার স্নান,
সবুজের গল্প, একগুচ্ছ ছন্নছাড়া কবিতা।
সৃষ্টির অদ্ভুত আকর্ষণে
শুরু হয় জোয়ারের খেলা,
প্রকৃতির রাজ্যে বসে রোজকার মেলা।
মোহনার সম্মিলিত স্রোত একসাথে বয়ে,
জগতের আবর্জনা যায় মুছে দিয়ে।