একা আমি, একা থাকতে চাই
মানুষের চোখে অজানায় হারাই।
অদৃশ্য হৃদয়ে ছুঁয়ে আছি,
সময়ের সাথে এই অচল পথে।
বিকেলের আলোয় দেখে নেই কেউ,
আমার সাথে কেউ হাঁটেনা এই রাতে।
বৃথা সব আমার দিন,
শূন্যতার মেঘে ঢেকে নিল মন।
এই আত্মা একা থাকে নিশ্চিন্তে,
মানুষের মনে নেই আমি কোনো প্রান্তে।
একা হতে অচেনা সময়ে,
ভাবনা খুঁজে নিতে চাই একটু দুরে।
মুখোশ পরা মানুষের সাথে হাঁটার থেকে
বরং একলাই হাঁটি জীবনের পথে।
একা আমি, একা থাকতে চাই,
সবাইকে হারিয়ে ফেলা শূন্য এ জীবনে।