ঘূর্ণি ঝড়ে ডাল ভাঙার মতো যদি ভেঙে যাই,
শীর্ণ দেহ যদি কিছুটা ভারী হয়ে উঠে সময়ের ভারে,
শুকনো পাতার মতো যদি খসে পড়ে অঙ্গরূহ,
যদি আমার চক্ষু মুদে যায়-
একটি অন্তিম দিবসের আবছা সন্ধের মতো অকালে,
তবে কী শেষ হয়ে গেল সব প্রেম?
তবে তুমি সেদিন আমার আঁখি পানে কি দেখেছিলে?
সে দৃশ্যের ভিতর নিবৃত্তে প্রবেশে করে
খুঁজিয়াছো কি কোনদিন চিরন্তন সত্যকে?
যে জৈবিক তাড়নায় সুখ খুঁজতে ছুটে গেছ ভীনগ্রহে,
সে যাতনা মিটিয়ে পেয়েছ কি আত্মার প্রশান্তি?
আত্মার সংযোগ বিচ্ছিন্ন করে
তুমি যে সুখের আকাশ ভেবে উড়ে বেড়াচ্ছ প্রতিটি দিবস
দিন শেষে কংক্রিটের অন্ধকার কোটর ব্যতীত
কি আর পেয়েছ সে আকাশে?
সচেতন মনে তুমি যতই দূরে ছুড়ে দাও আমাকে
আড়াল করে রাখো নিজেকে
তোমার অবচেতন মনে ঠিক লুকিয়ে আছি আমি নিরবে।
দেখবে, কোন এক জনমে এসে দাড়াবো তোমার সম্মুখে।
সেদিন কী পারবে তুমি আমাকে অস্বীকার করতে!