আড়াল দৃষ্টি, অপেক্ষমাণ নৈরাশ‍্যের ঘোর অন্ধকার,
যেখানে হৃদয় সঙ্গহীন—নিঃসঙ্গ সঞ্চারী।
চিরকাল বিরহের বেদনা, কিসের এই সংসার?
দুঃখের কেতন বুনে—অপ্রাপ্তির আহাজারী।

তীর্থ ভ্রমণ, প্রভাতের আলো, চন্দ্রবিন্দু অর্ধাংশে—
অমৃতের নেশায় কণ্ঠস্বর—হৃদয়ে যে বিষণ্ণ মিশে।
অভিসার হ’ল কোথা, দুঃসময়ের তরী অনিশ্চিত,
অনির্দিষ্ট হাহাকার—কল্পনার প্রান্তে সঞ্চালিত।

মৃত্যুর অন্ধকারে, প্রেম খুঁজে শাশ্বতের মুক্তির দিশা,
অশ্রু ঝরে, আকুলতা ছলকে, অধরা যে সন্ধ্যার পাসা।
দূরের মর্মর আকাশ ধ্বনী—প্রেমের অমৃত বাণী,
বিরহের নীল অথৈ সমুদ্র—সীমান্তে তৃপ্তির সন্ধানী।