তুমি সর্বদা দূরত্বহীন!
যোজন যোজন--
শখের আখড়া করি বিসর্জন
সপ্ত যোজন তুমিই শুধু এ মনে!
অনিল সলিল ময়দানে বনে
ঊর্ধ্ব অধঃ চতুর্দিক অব্দি
মহাকালের স্রোতে মহাকাশ বন্দী!
এ হৃদয়ের মাঝে সব দূরত্ব মূল্যহীন!
সকল কলুষ মুছে অনির্বাণ
নিরঙ্কুশ খেয়ালে থেকে যেতে চাই বর্তমান!
পলকহীন দর্শনে প্রেম জমে আকুল মনে
ব্যকুল হই একনিষ্ঠ মিলনে!
মৌনতা ভেঙ্গে আহা,
কী অপরূপ রূপ দর্শন!
অতি উদ্রেক উন্মাদে পাই যাহা,
আপনারে করি সমর্পণ!