তোমার ছায়া ঝরে পড়ে হিম কুয়াশার ভিতর
নীরবতার দৃঢ় বাঁধনে—বুকের নক্ষত্র নিথর।
জেগে থাকে দূর সন্ধ্যা, প্রতীক্ষার রিক্ত বসন্ত,
ধুলোমাখা বাতাস বয়ে আনে নীলাভ দিগন্ত।
এই জন্ম কি শুধু বিস্মৃতির গন্ধ মিশ্রিত ব‍্যথা?
কোথায় সে মৌন নদী, যা শোনে আত্মার কথা?
শূন্যতার স্তব্ধতায় আড়ালে তুমি একা দাঁড়ালে
অন্ধকারের ডানায় জ্বলে ওঠে এক নাম।
এ জগতের কিনারে যেন প্রত্যাশার দ্যুতি জ্বলে—
অন্তরালে ভাসে অনন্তের প্রতিধ্বনি অবিরাম।