প্রিয়তমাসু, কেমন যেন একটা প্রগাঢ় শ্রাবণ...
উপচে আলোড়িত হচ্ছে এ অন্তর্দেশের ভিতর!
নেত্রচ্ছদে জলের ফোয়ারায় বহে খর স্রোতের ঝড়।
তোমাতে খুঁজি স্নেহের এতটুকু তীক্ষ্ণ আকর্ণন!
সীমাহীন পৃথু জীমূত জমে আছে পূর্ব আকাশে
তুমুল বৃষ্টির ফোটায় ভিজে একাকার মিশে।
প্রকৃতি হারাবে তার বিভূষণ যদি না ঈষৎ হাসো
অভীপ্সা'র মুহ্যমান ধুম্রজালে স্পর্শিত ক্রমশ,
প্রমত্ত প্লাবনে এ শূন্য শহর হারাবে তার সব দিশে-
ভীনদেশ ভুলে এসে বসো পাশে, এই মর্মদেশে!