ফেলে রেখে গেলে তুমি—নির্জন এ পথে,  
দ‍্যু-ভাঙা মেঘের ছায়া নেমে এলো মনে।  
বিষাদ জড়ানো হৃদ, অবসন্ন হাতে—  
স্মৃতি সব মিশে আছে তোমার স্মরণে!

দিন যায় রাত আসে—নীরব নিস্তব্ধে,  
নক্ষত্রেরা ভেসে ওঠে তিমির ছায়ায়।  
বাতাসে প্রবাহ চলে, হিম ঘোর সন্ধে—
স্মৃতির অশ্রু তুফান নেত্রে বয়ে যায়!

প্রতীক্ষায় থাকি তবু—যদি আসো ফিরে,  
আলো জ্বেলে ফের তব অন্তর কোঠায়।  
বিরহ বিলীন শর্তে, এক দীপ্ত নীড়ে—
শাশ্বতের তরে যাত্রা অন্তিম বেলায়!

অতীত অন্তিম লীলা, গন্তব্য আত্মার!
একাত্মাতায় নিস্কৃতি,—গূঢ়ে একাকার!