আকাশ ভেঙে নামে অবিরাম রাত্রির জল
তোমার পায়ের শব্দে ভাঙে মৃত মৌনতা,
আমার স্মৃতির মাঝখানে জেগে ওঠে অবিরল—
তোমার স্পর্শের মতো চিরস্থায়ী শূন্যতা।
তোমার নামে লেখা সমস্ত গল্প মুছে যায়
নদীর মতো বয়ে যায় বিস্মৃতির কবিতা।
জীবনের প্রান্তে দাঁড়িয়ে দেখি অন্তিম সময়—
তুমি আর আমি, কেউই নেই; শুধু নীরবতা।