বহুবার স্বচ্ছ জলে দেখেছি
আকাশের অবয়ব!
রক্তিম আলোর রেখা
উড়ে যায় নীল প্রজাপতির ডানায়!
নিভৃত ঘোর আধারে সয়েছি
প্রণয়ের ব্যথা সব!
অবরুদ্ধ হৃদয়ে একা
বাতাসের অধীর ক্ষীণ সৌখিনতায়!
তৃঞ্চার রুষ্ট কৌটায় রেখেছি
এক জীবন অর্ণব!
চেয়েছি শুধু লগ্ন দেখা
ছিন্ন করলো মায়া ঘুড়ি ভোকাট্রায়!