অদ‍্য জ্যোৎস্না স্নাত প্রশমিত রাতে
তুমি বরং আমার কবিতা হয়ে যাও!
সদ‍্য বিরচন পদ‍্যের মতো নিপুণ স্পর্শে
অবিরাম পাঠ করে যেতে চাই প্রতিটি অধ‍্যায়!
বর্ণালী বর্ণের আঁচল ছুঁয়ে
শুষে নিতে চাই সব শব্দের অনঘ ঘ্রাণ!
অনুরাগে মিশে অপূর্ণ অক্ষরবিন‍্যাস-
শৃঙ্গার জলোচ্ছ্বাসে উপচে
পূর্ণতা পাক তোমার আর আমার শূন্য প্রাণ!
উন্মুক্ত চরনাঙ্গে নিখুঁত পরিক্রমা,
কোলন কমায় ফিরে আসুক মমতার আহ্লাদ!
বর্ণের ফলায় ভেসে চলুক অনুভূতির ছঁদ!
উন্মোচিত হোক আবরূর; মোড়কাবৃত-
কবিতার কারু নৈপুণ্যের রঙিন প্রচ্ছদ!
উপমার কার্নিশ ঘেঁষে একরাশ মুগ্ধতার নীর ছটা!
কাব‍‍্যের নগ্ন চিবুকে আঁকতে চাই সুপ্ত সেমিকোলন!
নব‍্য বানান রীতি ছুঁয়ে দেখুক সুবিন‍্যস্ত জৈবিক অভিধান!
যুক্ত বর্ণের লীলায় একাকার সব কামুক শব্দ!
হোক না কিছু অজ্ঞাত শব্দের সন্ধি বিচ্ছেদ!
যবনিকায় ঘটুক অমর্ষিত কাব‍্যের পূর্ণ যোতিচ্ছেদ!