চলছে জীবন খাতায় পাতায়।

সাহিত্য চর্চা শুধু ছেড়া পাতায়।
অফিসের কাজ নিবন্ধন খাতায়
খবরাখবর পত্রিকার পাতায়
উপস্থিতি চলছে হাজিরা খাতায়
বিনোদন সব ম‍‍্যাগাজিনের পাতায়
চলছে জীবন খাতায় পাতায়।

হিসেব নিকেশ টালি খাতায়
জ্ঞান চর্চা বইয়ের পাতায়
দ্রষ্টব‍্য বিশেষ চিরকুট পাতায়
লেনদেন চলছে টাকার পাতায়
ব‍্যবসা-বাণিজ‍্য হিসাবের খাতায়
চলছে লেখা-পড়া রাফ খাতায়
চলছে জীবন খাতায় পাতায়।

প্রেম চলছে চিঠির পাতায়
জীবন লিপি ডায়েরি খাতায়
দারিদ্র্যের ঔষধ গাছের পাতায়
বাকি বকেয়া সব ভাই হালখাতায়
চলছে আরও অজানা পাতায়
চলছে জীবন খাতায় পাতায়।।