মহাকালের স্রোতে আমি এক অতিশয় নগণ্য মাত্র অতিথি,
তোমাদের এই পৃথিবীতে পদে পদে বহুবার হয়েছি বিভ্রান্তি!
লক্ষ্য যে দিকে করি, তোমাদের প্রেম ঘুরিয়ে দেয় অন্যদিক-
কবর সঙ্গে নিয়ে ছুটে চলা আমি এক গন্তব্যহীন পথিক!
আত্মার বন্ধনে পৃথিবীর মানুষ গোত্রের কেন এতটা ক্ষোভ?
কোন সে সম্প্রদায় মিথ্যে বন্ধনের প্রতি যাদের চরম লোভ?
গণ্য সমাজে নিরব ধর্ষণ, এমন অসমতায় মোর চিত্তক্ষোভ
সত্যের হোক জয়, কৃত্রিম সম্পর্কের প্রতি আমার বিক্ষোভ!
আমি জ্বলন্ত বহ্নীশিখা, বন্ধুর পথে সুদূর বেদুইন যাত্রী
আমি চিনেছি মরুর ঘূর্ণিঝড়, চিনেছি ক্রূর মতি এই ধরিত্রী।
সমাধির ভিতর পুড়তে পুড়তে আমার শ্বাশতের পথ চলা
দহনের মৃত্যু নেই, প্রশান্তির মৃত্যু নেই চলতে হয় শুধু একলা!
আমাকে দেখিওনা কোনো ভয় দিওনা কখনও মৃত্যুর খবর
মানুষের মৃত্যু সেতো পরিক্রমায় ভেঙে পড়া পুরোনো কবর!
এই আছি এই নাই, কিছুকাল পর এসে শুধু একটু বেড়াই,
ভাবি শুধু মনে ইন্দ্রজালের বন্ধন থেকে কবে যে হবে রেহাই!
বন্দী নয়, মানুষের কাছে, পৃথিবীর কাছে চেয়েছিলাম মুক্তি
ওরা করেছে আজব কয়েদে বন্দি, কাঠগড়ায় উদ্ভট যুক্তি।
যদি কখনো গুরুতর ভুল করিয়া থাকি বেলায় অবেলায়,
দুঃখিত, ক্ষমা করে দিও ছোট জীবনের এই অন্তিম বেলায়!