যখন সন্ধ্যা নামে এই স্বদেশে...
পুকুর পাড়ে আমলকী পাতায়, এই মেঠোপথে।
রক্তিম রঙ ছড়িয়ে পড়ে শিরিষের ডালে, নীল আকাশে।
একটি সাদা বলাকা উড়ে যায় তার নীড় অনুসন্ধানার্থে।
সেই নির্জন ক্ষণে-
তাহার সাথে যত কথা হতো প্রাণে প্রাণে!
আজ ভুলে গেছে এই প্রকৃতি
আহা, কবেকার সেইসব বিনীত স্মৃতি!
সেইসব দিনগুলো থেকে
কিছুটা অমৃত সময় বহু দূর চলে গেছে এঁকে-বেঁকে
কত খড়কুটো আর ধুলাবালি!
হাঁসের নরম পালক ঝরে গেছে আতালিপাতালি,
উড়ে গেছে অজস্র শুকনো পাতা দক্ষিণা সমিরণে,
তবু রয়ে গেছে সেই সময়কার ছোট কিছু কথা আজও এই মনে!