ভূ-সকলে করে যদি পাথরে রক্তাক্ত,
মম তনু এতটুকু হয়না আহত,
তব ফুলের আঘাতে আহা, যত ক্ষত!
অপমান হয় বোধে, এটাই নিহত।
বোল নেই, মুখ ম্লান, ভুলে অবিরত-
থাকো যদি; তবু প্রিয়া, নয় অবজ্ঞাত,
আপাদমস্তক কাঁপে, হৃদ মর্মাহত!
বারেক লোকাপবাদে মৃত্যু ঘটে শত।

তব সাক্ষাৎ নয়নে, এ নহে প্রার্থনা।
অনুরাগ অন্তরালে প্রণয় মর্যাদা-
বেচেঁ থাকে অন্তহীন; সন্মানিত তুমি-
মোর জীবন জুড়ে হে, উষসী ললনা!
স্নেহের পরশে তুমি সম্পূর্ণ আলাদা।
ঘৃণা করো যদি, মরি, বেঁচে থেকে আমি!


২১ কার্তিক, ১৪১৮
পতেঙ্গা, চট্টগ্রাম।