মস্তিষ্কে স্মৃতির শেষ অনু চিহ্ন মুছে গেলে
সীমাবদ্ধতার দুঃসহ খাঁচায়
আটকে যায় প্রেমের নিদর্শন।
সুদীর্ঘ পথের বাঁকে বাঁকে
দেহাতির ধুলো জমা ধূসর পাতার শরীর ছুঁয়ে
ফিরে আসে প্রতিফলিত মৃত অতীত!
শহরে শহরে রঙিন দেয়ালের ভিতর
কংক্রিটের তুমুল ব্যস্ততার
দায়িত্ব বোধের সিমেন্টে
জমাট বেঁধে যায় এ কালের কবিত্বের শব!
কিংবা এ পৃথিবীর প্রথম প্রভাত-রঙা আলোর দেশে
একদল উৎসুক এশিয় বণিকের বেশে
প্যালিওলিথিক সভ্যতার দৃষ্টি থেকে
ধীরে ধীরে উদ্ভাসিত হয়
একালে বিবর্তিত কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরিত স্মৃতি!
দিগন্তের নিচে এই নক্ষত্রের প্রকৃত প্রভা
প্রত্যাহ অন্তর্ধানে নিমজ্জিত।
আধুনিক সভ্যতায় সজ্জিত আকর্ষণীয় রঙিন ঠোঙায়
রুদ্ধ হয় সব আত্মার করুণ চিৎকার!