নীরব শহর, ধূসর পথে চলি একা,
দূরে গাছের ছায়া স্মৃতির মতো ম্লান!
শূন্যতার মানচিত্রে দৃষ্টি রেখে শুধু বেঁচে থাকা।
মৌন জ্যোৎস্নার শেষ রশ্মি—অস্ফুট কুয়াশার প্রাণ!
তটিনীর তটে নিঃশব্দে ভাসে বিষাদের নিঃশ্বাস
মাটির গন্ধে মিশে যায় অতীতের সব নিথর কাহিনী।
শৈত্যের পবনে নিশ্চুপ কম্পিত রজনী—
মৃত প্রেমের সঙ্গীত—ভালোবাসার দীর্ঘশ্বাস!
অজানা কোন নদীর ঢেউয়ে ভেসে যায় স্বপ্ন,
চোখের জলে জ্বলে ওঠে বিস্মৃতির অগ্নিঘাত।
নক্ষত্রের নিচে বেড়াই, রেখে যাই অজস্র ছদ্মপ্রশ্ন—
শুধু একাকিত্ব, শুধুই অন্তহীন রাত!
এই পথের শেষে, কোথাও কি আছে আশ্রয়?
মিথ্যে সব—তবু সবুজ ঘাসের বুকে কিছুটা পাই প্রশ্রয়,
তবু হেঁটে যাই—ক্লান্ত একা, সঙ্গে কিছু আছে ব্যথা,
এই নীরবতা, আমার সঙ্গী—শুধু আমার প্রাণের কথা!