এসেছি সাগর পাড়ে               অনুভূতি শুধাই কারে!
     কোলাহপূর্ণ আশপাশ তবু বড্ড শূণ্য লাগে!
দিগন্তের ওপারে সে               আহা, কাঁদে না হাসে!
     যাও সমীরণ, সুখ সব দিয়ে এসো তাঁর অঙ্গে!

কত প্রেমিক প্রেমিকা               সানন্দে করে দেখা!
     তাঁকে ছাড়া এ পড়ন্ত বেলা বড্ড শূণ্য লাগে!
প্রেমের নৈপুণ্য আবেশ             ক্ষয়ে ঝরে অনিঃশেষ
     যাও তরঙ্গ, খানিক দেখা করে এসো তাঁর সঙ্গে!

ছুঁয়ে দিতে ঊর্মি নীর               অজস্র জনতার ভীড়  
     আমি শুধু একলা বসা তটে এই সন্ধ্যা ক্ষণে।
অদূরে আনমনে হেরি                পরিযায়ী যায় উড়ি
     যাও কুয়াশা, অনুভূতি দিয়ে এসো তাঁর মনে!

আকাশ পানে হেরি                  সুনীলে আছে ঘেরি
     প্রকৃতির অপূর্ব রূপ সহেনা এ প্রাণে সে বিহনে।
নিঃসঙ্গ হতে পরিত্রাণ               ব‍্যাকুলিয়া উঠে প্রাণ
     যাও সন্ধ‍্যে, প্রণয় ব‍্যথা বলে এসো তাঁর সনে!