গন্তব্যহীন ধূসর বন্ধুর পথে অসীম যাত্রায় ছুটতে ছুটতে..
বিরামহীন অনেকটা বছর অবলীলায় অবসান হলো আজ!
করুণ শোকের দুঃসহ তাপে পুড়তে পুড়তে ধুকতে ধুকতে
ভাড়াক্রান্ত জীবনের তরে নেমে আসে বীভৎস অন্তিম সাঁঝ!
তুষের অনলের মতন দগ্ধ নিথর ধমনীর যত আর্তচিৎকার_
কেউ শুনেনি কখনো, মনের উৎফুল্লে সবাই জানায় ধিক্কার!
হাহাকার বিষণ্নতায় নির্দ্বিধায় জরাজীর্ণ নিঃস্বার্থ হৃদয়
গলিত মাটির শঙ্কিত প্রকোষ্ঠে নির্বিকার পড়ে আছে রিক্ততায়!
মায়ার পৃথিবীতে প্রাণবায়ু অপেক্ষায় অহরহ অনতিবিস্তার_
বিসর্জন দিতে দিতে কালের গহব্বরে ঘটে ফুসফুসের নিস্তার!
প্রবাহিত ব্যথার ভয়ংকর শিখায় অন্তহীন জ্বলতে জ্বলতে
কয়লার মতো ভস্মীভূত জীবনের স্তুপ কী যেন চায় বলতে!
পুরান সুখটুকুও একদিন নিঃস্ব হয় নিঃশ্বাসের ধূসর ধোঁয়ায়,
হায় প্রেম, কী মহাপাপে খুঁটে খুঁটে গিলিস তোর ক্ষিপ্র ক্ষুধায়!