সবার থেকে আমি বিশেষ কেউ নই; সবার প্রতি স্নেহ-শ্রদ্ধা।
ছাই তুল্য নগন্য আমি তবু সবার থেকে অনেকটাই আলাদা!
সংকটে কেউ যখন আঁতকে উঠে ভয়ে মেঘ দেখে দু' নয়নে
আমি তখন তার ওপারে ভানুর হাসি দেখে শান্তি পাই মনে!
সবাই যখন তোমার মুখের হাসিতে বুঝে নেয় তুমি বহু সুখী
এ গ্রন্থিক অতি সহজে জেনে যায় আড়ালে তুমি কত দুঃখী!
কেউ আলো পেয়ে অতি সহজে অন্ধকারকে বলে কু-শিক্ষা,
অথচ অন্ধকার-ই আমার ভোরের সূর্যোদয়ের চরম সু-শিক্ষা!
তোমার বুক পানে তাকিয়ে কেউ মিটিয়ে নেয় কামনার তৃপ্তি
আমি তাকালে দেখতে পাই দগ্ধ হৃদয়ের কম্পিত অনুভূতি!
অতি সহজে তোমাকে পেয়ে কেউ পেয়ে যায় শুধু প্রয়োজন
বিচ্ছেদের পরেও তুমি থেকে যাও এ হৃদয়ে স্বর্গের প্রিয়জন!