তোমার হাতটি ছুঁয়ে দেখতে
ছুটে গিয়েছিলাম রেশমী চুড়ির খোঁজে।
তোমাকে খাঁটি বাঙালি নারী দেখতে
ছুটে গিয়েছিলাম একখানা মেরুন শাড়ির খোঁজে।
তোমার চুলের সুগন্ধি পেতে
ছুটে গিয়েছিলাম ল্যাভেণ্ডার পুস্পের খোঁজে।
তোমাকে একান্ত আপন করে পেতে
ছুটে গিয়েছিলাম ঘাসফুলের নকশা খচিত
একটি নাঁকফুলের খোঁজে।
অতঃপর এক পৃথিবীর মতো স্ফীত এ বুকে
তোমার নগ্ন ঠোঁটের অতি যত্নে মৃদু স্পর্শ পেতে
যখন এক আকাশ আশা নিয়ে তোমার দিকে ফিরে এলাম
এবং সর্বশেষ সংবাদ পেলাম
তুমি এ সামান্য উপহার সামগ্রী তুচ্ছ ভেবে
খুব কাছের কারো অপেক্ষা না করে
অতি সত্বর একটি স্বর্গ খুঁজে নিয়েছ,
তখন আমার আর কোনো আফসোস রইল না!
কারণ আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে,
তোমার এখন আর কোনো দুঃখ নেই!