অন্তর্জালে নিক্ষিপ্ত আত্মানুসন্ধান,
দার্শনিক দ্বন্দ্বে রচিত জীবনপ্রমাণ।
চিন্তার চূড়ায় বাজে নিঃসঙ্গ সুর,
অনুভূতির অলিন্দে গুমরে ওঠে নুর।
নিরুপায় নিরীক্ষণে ক্ষয়িষ্ণু আশা,
স্বপ্নের সীমানায় হিমেল ভাষা।
স্ব-পরিচয়ের চাবিকাঠি নিখোঁজ,
প্রজ্ঞা-প্রেরণায় জাগে অন্তরজ্ঞ রোজ।