উন্মুক্ত এক আষাঢ়ে ভালোবাসায় আঁকড়ে
পাশাপাশি ছিলেম আমি।
অকিঞ্চিত কিছু কারণে খুনসুটিহীন অভিমানে
দূরে চলে গেলে তুমি।
দিব্যি সব সয়ে যাচ্ছি যথার্থই বেঁচে আছি
চারদিকে নিষ্প্রভ গহীন!
মেঘলা এই আকাশে স্বপ্নেরা সব ফ্যাকাশে
এ পথিক শুধু গন্তব্যহীন!
দীর্ঘ নিঃশ্বাসে তোমায় ভীষণ মনে পড়ে যায়,
হয়ে যাই বাকশক্তিহীন!
যেখানে যেভাবে থাকি হৃদয় নীড়ে বেধে রাখি
ভালোবাসা যে অন্তহীন!
৪ আষাঢ়, ১৪১১
কাঁটাবন, ঢাকা।