দেহাতি স্বদেশে তব, ফের এসো ফিরে!
মায়া ঘেরা তরু ছায়া বহে সমীরণ,
সর্বত্র সবুজ রঙ, কী অঙ্গাবরণ!
হৃদয় এখানে রেখে তুমি কেন দূরে?
স্মৃতি তোমার যেখানে সব আছে পড়ে!
বিহঙ্গ পতঙ্গ সবে করিতে বরণ__
পথপানে আছে চেয়ে কুহকী নয়ন!
তুমিহীনা ম্লান সব ত্বরা এসো নীড়ে!

তোমার উদয়ে হিয়া, মৃত্তিকার প্রাণ-
বাঁচিয়া উঠিবে ধীরে; অন্ধকার ঘিরে-
আকাশ-অশ্রু দুর্দিনে করেছে যা ক্ষয়!
নিমেষে ক্লেশের ঝড় হবে অবসান।
জোনাকির নৃত্য হবে নব অভিসারে!
প্রাণপণে হতে দাও প্রেমের বিজয়!


৮ আশ্বিন, ১৪২১
দূর্গাপুর, মঠবাড়িয়া।