একজন উষসী বনিতা।
কিঞ্চিত মৃদু হাসি।
এক পলক করুণ দৃষ্টি।
ব‍্যস ব্রহ্মাণ্ডের অতি ক্ষুদ্র অংশ-
পৃথিবীর বুকে সর্বত্র ছড়িয়ে পড়ল ইন্দ্রজাল!
আটকে গেল পাহাড়-পর্বত নদী-সমুদ্র।
জড়িয়ে গেল চন্দ্র-সূর্য গ্রহ-নক্ষত্র।
আবছায়া রূপে ছায়াপথ!
বন্দী হলো একটি মাটির জৈব জীবন!
প্রেমে পড়ল অদৃশ্য অন্তর।

সে এক মানবী-
অদৃশ্য আত্মার চিৎকার শুনতে না পেয়ে-
কু-প্রবৃত্তির নির্মম ফাঁদে আটকে গেল একদিন চিরতরে।
চৌদিক থেকে স্বার্থের বেষ্টনী ঘিরে ধরলো তাঁকে।
মৃত্যু ঘটে গেল দেহের ভিতর-
সত‍্য-মিথ‍্য মান-অভিমান শুভ-অশুভ'র
সূক্ষ্ম বিচার কার্য সম্পন্ন করার বিচারক, চৈতন্য!

অতঃপর
দৃশ্যমান যা কিছু আছে
একদিন সব অদৃশ্য হয়ে যায়।
ফের দৃশ‍্যমান হয় একদিন অদৃশ্য অন্তর!
অস্তিত্বের মাঝে!