ধরণীর কোলে বসে আমি শুধু ভাবি,
কতো শত ভাবনায় কাটে সারাক্ষণ।
এটা ভাবি, ওটা ভাবি,
ভাবনা কেড়েছে আমার শয়ন-স্বপন।
বুঝি না, কেনো আমি ভেবে যাই এতো?
কোত্থেকে ভাবনা সব আসে অবিরত?
ভাবনার ভারে যে টেকা বড় দায়!
ভাবুক এ মন শুধু ভাবতেই চায়।
ভাবনার অতলে যাই, আরও অতলে।
হাজারো ভাবনা পিষে মারে যাঁতাকলে।
অযুত ভাবনা সময় পায় না যে থামার,
ভাবনার জগতটা বুঝি পুরোটাই আমার।
ভাবনাই ভাবনা আনে, আনে প্রতিচ্ছবি,
আমার ভাবনায় যে এসে যায় সব-ই।
অনেকেই ভাবে, সেই ভাবনায় ভাঙনও আসে।
যন্ত্রণার ভাবনায় কেউ কাঁদে, সুখের ভাবনায় কেউ হাসে।
ভাবুক মানুষের যে ভাবাই স্বভাব,
আমার ভাবনায় আসে সুগভীর ভাব।
ভাবছি বসে বসে ভাবনা নিয়ে।
আমার ভুবন ভরাই ভাবনা দিয়ে।
সুতো ছাড়া গেঁথে যাই ভাবনার মালা,
ভাবনায় আছে সুখ, আছে দুঃখ জ্বালা।