...... মুখেই শুধু 'গণতন্ত্র', অন্তরেতে কঠিন বাঁক,
জনগণের সম্পদগুলো লুটে করে চিচিং ফাঁক,
লুন্ঠনে যে সিদ্ধহস্ত, নীতি থাকে বহুত দূর,
সময়ে ফের স্বভাবও পাল্টে, কন্ঠে তোলে নতুন সুর,
আলোতে ওরা সাজে ধার্মিক, আঁধারে বেশ কালো,
ভিতরে সব ইবলিশের চর, উপরেতে ভালো,
হাজার রকম প্রতিশ্রুতি চমকিয়ে দেয় অতি,
কথার উপর কথার চাপে কাজ পায় না গতি,
রক্ষকরূপে ভক্ষণ করে বাড়ায় নিজের ভুঁড়ি,
শোষণ করে দেশটাকে বানায় তলাবিহীন ঝুড়ি।