ফাগুনের বাঁকে
ভরে যাওয়া শাখে
পত্রপল্লবের ভীরে
শুধু তোমাকেই খুঁজি।

নদী ভরা জলে
সদা টলমলে  
ঊর্মিমালার বুকে
শুধু তোমাকেই খুঁজি।

প্রভাতী রবিতে
সোনালি ছবিতে
ঘুম ভাঙ্গার পরে
শুধু তোমাকেই খুঁজি।

কোকিলের গানে
মায়াময় টানে
স্নিগ্ধ সমীরণে
শুধু তোমাকেই খুঁজি।

পূর্ণিমা রাতে
চাঁদের খেয়াতে
লাখো তারার পাশে
শুধু তোমাকেই খুঁজি।

অমাবস্যার কালোয়
জোনাকির আলোয়
শান্ত প্রকৃতি মাঝে
শুধু তোমাকেই খুঁজি।

তপ্ত হাওয়াতে
প্রশান্তি চাওয়াতে
শ্রান্ত ক্লান্ত দেহে
শুধু তোমাকেই খুঁজি।

কর্ম মুখর-এ
ব্যস্ত নগরে
হাজারো কাজের চাপে
শুধু তোমাকেই খুঁজি।

বেলা ডুবা শেষে
ঘরে ফিরে এসে
বিশ্রাম নেবার ক্ষণে
শুধু তোমাকেই খুঁজি।

রাত্রি প্রহরে
আমি একা ঘরে
স্বপনে দেখবো বলে
যবে চোখ বুঝি

নিদ্রা যাপনে
অজস্র স্বপনে
মহাবিশ্বের প্রতি পদে
শুধু তোমাকেই খুঁজি।