পড়লে ঝরে রবির আলো
শেষ হয়ে যায় রাতের কালো
ধরায় আনে ছন্দ।
তার আলোতে পাখি ছোটে
কানন জুড়ে পুষ্প ফোটে,
হাওয়াতে পাই গন্ধ।
দিগন্তেরই কোল ঘেঁষে
রবি যখন ওঠে হেসে
দেহে জাগে প্রাণ।
কর্মমুখর লোকগুলো সব
দেয় ছড়িয়ে যে কলরব
জীবন ছড়ায় ঘ্রাণ।
উদার রবি নিজে পুড়ে
শক্তি ছড়ায় ভুবন জুড়ে,
প্রাণে আনে শক্তি।
যার শক্তি আমরা নিলাম
কৃতজ্ঞতা তাকেই দিলাম,
তারেই করি ভক্তি।